Literature

Monir Zaman

1 minute read

I saw the moon yesterday
after the evening I sat on the grass,
middle of the town
where I was its a play ground
and few people were sitting around
they were laughing
shouting at something, sometimes
but still the silence I found.
the dreams were running
the darkness is gone
but still had the dim
the moon was rising
and falling on the dark tree
and was falling on my shoulder
then the incessant moonlit
was floating through the wave
I wanted to say “ I’m tired
wash my tiredness
I have…

1 minute read

আকাশটা অনেক বছর আগে আমার থেকে দূরে সরে ছিল মাথার উপর;
এখনো দুরেই সরে আছে নীল ছায়ার মত,
কোন এক নরম রোদের সকালে অথবা
তাল গাছের ছায়া হেলে পড়া পড়ন্ত এক বিকেলে-
আকাশটা কখনো হেলে পড়েনি ;
তাই ইচ্ছেরা আনিচ্ছার পাশে সরে গেছে
আকাশটা ছুঁতে পারিনি!
যখন আমার দুপায়ে রোদ্দুর ছিল
গায়ে ছিল চিকচিকে বালু
আর ইচ্ছেরা ছিল অনাবৃত;
সবুজ ঘাঁসের উপর থেকে যখন শুকিয়ে গিয়েছিলো শিশির
রৌদ্রের ভীষন মেজাজে,
ভেবেছিলাম সবকিছু ধরে ফেলব একদিন-
এই রৌদ্র মাখা দিন কেটে গেলে রাত্রি আসবে
তারপর দিন মাস বছর কেটে যাবে,
আর কয়েক বছর গেলেই…